৪৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন তামিম

Date: 2025-01-07
news-banner
এবারের বিপিএলে ঢাকা পর্ব থেকেই রান উঠছে অনেক। ৩ জানুয়ারি দেখা গেছে, বিপিএল ইতিহাসে মিরপুরে রেকর্ড সংগ্রহ। দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংসের করা ২১৯ রানই বিপিএলে মিরপুরের সর্বোচ্চ ছিল।
ঢাকায় যখন এত রান উঠেছে, সিলেটে তো উঠবেই। গতকাল সিলেট পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রান ৬ বল আর ৮ উইকেট হাতে রেখে জিতেছে রংপুর রাইডার্স। পরের ম্যাচে রাজশাহীর করা ১৬৮ রান তো বরিশালের বিপক্ষে লড়াইয়ের উপলক্ষই হতে পারেনি। উইকেট ভালো, বোলারের মান বেশ কয়েকটি কারণই আছে বিপিএলে রান–উৎসব হওয়ার। সঙ্গে ছোট বাউন্ডারিও বড় কারণ। তামিম তাই বোলারদের জন্য বাউন্ডারি আরও বড় চান। নিজেও তো একটা দলের অধিনায়ক!
ম্যাচশেষে তামিম বলেন এভাবে, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক, সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে, সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এটা বোলারদের জন্য কিছু থাকে। কারণ, উইকেট অনেক ভালো।’
ফরচুন বরিশালের অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন পিচ কিউরেটরদের, ‘কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো, বাউন্ডারি বাড়িয়ে দিন, যেহেতু জায়গা আছেই। এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই। আশা করছি, কর্তৃপক্ষ আমার কথা শুনবে, বাউন্ডারি বাড়িয়ে দেবে। কারণ, আপনার কাছে জায়গা আছে।’

এখন পর্যন্ত বিপিএলে বরিশাল ম্যাচ খেলেছে ৩টি। জিতেছে ২টিতে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে খেলবে তামিমের দল।
image

Leave Your Comments