খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

Date: 2025-01-07
news-banner
উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে এখানে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যাও।

সরে জমিনে দেখা যাচ্ছে, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে। সেই সাথে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, গুলশানের বাসা ফিরোজা থেকে রাত ৮টায় খালেদা জিয়াকে নিয়ে গাড়িটি গুলশান-২ এর গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’টি গতকাল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেন বিকেল ৩টা নাগাদ প্রবেশ করেছেন বলে জানা গেছে।
image

Leave Your Comments