৫ জেলায় শৈত্যপ্রবাহ, রাতে শীত বাড়তে পারে

Date: 2025-01-09
news-banner

দেশের পাঁচটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ওই জেলাগুলো হলো-নওগাঁ, রাজশাহী, পাবনা, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা। এদিকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। তাপমাত্রা কমে রাতে তীব্র শীত অনুভূত হতে পারে। গতকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মধ্যেই বইছে হিমশীতল বাতাস, যার ফলে জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। পাঁচটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিন ও রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে তীব্র শীত অনুভূত হতে পারে। এদিকে নওগাঁর বাদলগাছি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

image

Leave Your Comments