দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Date: 2025-01-11
news-banner
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) জেএমএস ও ম্যারিমো নামের দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জনুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে বেশির ভাগ শ্রমিক জেএমএস কোম্পানির। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তুহিন শুভ্র বলেন, সিইপিজেড থেকে আসা এ পর্যন্ত ৬১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাত-পা ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
image

Leave Your Comments