বিপিএলে বিদেশিদের আসা-যাওয়া শুরু

Date: 2025-01-11
news-banner
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বিদেশিদের আসা-যাওয়া যেন ঐতিহ্য হয়ে উঠেছে। প্রতি আসরেই এ কারণে টুর্নামেন্টের মাঝপথে বিপদে পড়ে দলগুলো। এবারের আসরেও শুরু হয়েছে একই গল্প। সিলেট পর্ব শেষ হওয়ার আগেই একাধিক বিদেশি খেলোয়াড় ছেড়েছেন বিপিএল। 
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছিলেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। ছয় ম্যাচের চুক্তিতে তাদের দলে ভেড়ায় তামিম ইকবালের দল। সেটা হয়ে যাওয়ায় দুজনই ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন। এছাড়া মাত্র দুই ম্যাচের চুক্তিতে আসা ঢাকা ক্যাপিটালসের জেসন রয়ও ছেড়েছেন বিপিএল। একই পথে ফিরে গেছেন রংপুর রাইডার্সের ইংলিশ রিক্রুট অ্যালেক্স হেলস। মেয়ার্স গত আসরে বরিশালের শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন। এবারও তাকে পুরো আসরে পেতে চেয়েছিল দলটি। কিন্তু অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লীগে দল পাওয়ায় বিপিএল ছেড়ে গেলেন তিনি। এবারের আসরেও ভালোই ছন্দে ছিলেন মেয়ার্স। যদিও শেষ ম্যাচের শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড করতে পারেননি এই ক্যারিবিয়ান ক্রিকেটার। রংপুরের টপ অর্ডারে ভরসা ছিলেন অ্যালেক্স হেলস। এবারের আসরে ৬ ম্যাচে তার ব্যাট থেকে আসে ২১৮ রান, যেটা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। আছে একটি সেঞ্চুরিও। তাকে নিশ্চিত-ভাবেই মিস করবে রংপুর। জেসন রয় অবশ্য দুই ম্যাচে তেমন কিছুই করতে পারেননি। দুই ইনিংসে তার সংগ্রহ ১৮ ও ১।
image

Leave Your Comments