ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে সাকিব বাহিনী। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
সেমিফাইনালের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাংলাদেশের নতুন লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করা। নেদারল্যান্ডসের কাছে হারের পর যা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই শেষ তিন ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে এসেছে একটি পরিবর্তন। শেখ মাহাদীর জায়গায় খেলবেন তাওহীদ হৃদয়। অন্যদিকে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।