স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা

Date: 2025-01-13
news-banner

প্রথমার্ধেই রিয়ালের জালে তারা ৪ বার বল পাঠালো। বিরতির পর বার্সা গোলরক্ষক লাল কার্ড দেখার পর রদ্রিগো গোল করলে ম্যাচের মোড় ঘোরার সম্ভাবনা দেখা দিলেও সেটা আর হয়নি। বড় জয়েই শিরোপা উদযাপনে মাতে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

সৌদি আরবের জেদ্দা স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড কাতালান দলটি আরও সমৃদ্ধ করল ১৫তম ট্রফি জিতে। আর এ নিয়ে শেষ দুই ম্যাচে বার্সার বিপক্ষে ৯ গোল হজম করলো কার্লো আনচেলোত্তির শিষ্যরা। গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগায় রিয়ালের মাঠে ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা।

image

Leave Your Comments