পিএসএলে বাবরের দলে নাহিদ রানা

Date: 2025-01-13
news-banner
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন নাহিদ রানা। ডানহাতি এই পেসারকে ড্রাফট থেকে বেছে নিয়েছে পেশোয়ার জালমি।
গত আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। এবারও তার কাঁধেই থাকছে দায়িত্ব।
দেশের বাইরে এর আগে কখনোই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়নি নাহিদের। তাই সবকিছু ঠিক থাকলে পিএসএল দিয়েই অভিষেক হচ্ছে তার। গোল্ড ক্যাটাগরিতে ডানহাতি এই পেসারের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ হাজার ডলার।

গত আগস্টে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে ৬ উইকেট নিয়েছেন নাহিদ। নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করে তাক লাগিয়ে দেন তিনি। এর মধ্যে দুবারই আউট করেন বাবরকে। সেই বাবরের দলেই খেলতে যাচ্ছেন ডানহাতি এই পেসার।

এদিকে এর আগে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরি থেকে কোনো বাংলাদেশি খেলোয়াড় দল পাননি। যেখানে রয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকেই।
image

Leave Your Comments