ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে গত তিন বছরে ২ হাজার ৮১৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ।
মঙ্গলবার রাজ্যের অনলাইন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ত্রিপুরা রাজ্যে ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে তিপরা মথা বিধায়ক রঞ্জিত দেবর্বমা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিএম বিধায়ক নয়ন সরকারের তারকা চিহ্নবিহীন প্রশ্নের লিখিত জবাবে এমন তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, ২০২২ থেকে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তিন বছরে ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৮১৫ বাংলাদেশিকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে। এরমধ্যে ১৭৪৬জনকে ফেরত পাঠানো হয়েছে।
রাজ্যে এখনো বাংলাদেশি নাগরিক রয়েছেন ১ হাজার ৬৯জন। এদের মধ্যে অস্থায়ী ডিটেশান কেন্দ্রে ৮জন, আশ্রয় কেন্দ্রে রয়েছেন ২জন এবং আদালত কর্তৃক জামিনে মুক্তি পেয়েছেন ৫৮৫জন বাংলাদেশি নাগরিক।