লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা

Date: 2025-01-15
news-banner
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বুধবার রাতের মধ্যে বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে। যা চলতি সপ্তাহেই লস অ্যাঞ্জেলেসের দাবানলকে আরো বাড়িয়ে দিতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা সেখানকার বাসিন্দাদের সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিক্যাল পরীক্ষক মঙ্গলবার জানান, দাবানলের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্যালিসেডস নয়জন এবং ইটন অগ্নিকাণ্ডে ১৬ জন।

মঙ্গলবারের পূর্বাভাসের মতো বাতাস ততটা তীব্র নয়। বরং কিছুটা হালকা থাকতে পারে। তবে সন্ধ্যায় ও রাতে আবার তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া পরিষেবা পাহাড়ে ঘণ্টায় ৫০ মাইল বেগে ’ঝড়ো হাওয়ার’ বিষয়ে সতর্ক করে দিয়েছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের মতে, প্যালিসেডস ফায়ার ১৮ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে, যা ২৩ হাজার ৭০০ একরেরও বেশি জমিতে ছড়িয়ে পড়েছিল। অপরদিকে ইটন ফায়ার ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে, যা ১৪ হাজার ১১৭ একরেরও বেশি জায়গা নিয়ে জ্বলছিল। ভেনচুরা কাউন্টির অটো ফায়ার এখন ৪৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে এবং সোমবার রাতে আগুন লাগার পরেও তা ৬১ একরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

তারা আরো জানায়, লস অ্যাঞ্জেলেসের উত্তরে অবস্থিত হার্স্ট ফায়ার ৯৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।
সূত্র : সিএনএন
image

Leave Your Comments