একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ৪৩৫/৫। বুধবার আইরিশদের বিপক্ষে প্রাথমে ব্যাটিং করে, নিজেদের সর্বোচ্চ ওডিআই স্কোর গড়েন
। স্মৃতি মান্দানা ১৩৫ এবং প্রাতিকা রাওয়াল ১৫৪ রানের ব্যাটে ভর করে ৫ উইকেটের বিনিময় ৪৩৫ রানের বড় সংগ্রহ তৈরী করেন।