উইজডেনের বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডে বাংলাদেশের তাসকিন

Date: 2025-01-15
news-banner

ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়। ওয়ানডে ক্রিকেটের জন্য একটা অন্যরকম বছর ছিল ২০২৪ সাল। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে, ২০২৩ বিশ্বকাপের পর সব দলের নজর ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। বর্তমানে ক্রিকেট দুনিয়া ব্যস্ত হয়ে আছে লাল বলের ক্রিকেটে। ২০২৫ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে আগে থেকেই নিজেদের সূচি সাজাতে শুরু করে দলগুলো। গত বছর ওয়ানডে ক্রিকেট কম দেখা গেলেও উইজডেন প্রতিবারের মতো ওয়ানডেতে তাদের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে।গতবছর সবচেয়ে বেশি ১৮ ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে নিউজিল্যান্ড আর ভারত খেলেছে মাত্র ৩টি করে ওয়ানডে ম্যাচ। স্বাভাবিকভাবে উইজডেনের বর্ষসেরা একাদশেও ছিল এর প্রভাব। ক্রিকেটের বিগ থ্রি তিন দেশ-  ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত থেকে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এবার মাত্র একজন। আর বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। বছরজুড়ে ওয়ানডে ফরম্যাটে নিজের দারুণ পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বর্ষসেরা স্কোয়াডে।   


উইজডেনের এই দলে এবার ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব ও লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি পূরণ করেছেন টপ অর্ডারের জায়গা। ইংল্যান্ডের  বিপক্ষে সিরিজে ছিল তার একটি সেঞ্চুরি। সেবার বাংলাদেশকেও ভুগিয়েছেন ওয়ানডে ফরম্যাটে। বর্ষসেরার স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে যুক্ত হন কুশাল মেন্ডিস। শ্রীলঙ্কান এ উইকেটরক্ষক ব্যাটার উইকেটের পেছনে কিংবা ব্যাট হাতে পার করেছেন দারুণ এক বছর। ১৭ ওয়ানডে ইনিংস থেকে ৫৩ গড়ে পুরো বছরে নিয়েছেন ৭৪২ রান।মিডলঅর্ডারে অলরাউন্ডার হিসেবে যুক্ত হুয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে গত বছরে ৪১৭ রান আর বল হাতে ২১ এর নিচে গড় রেখে পেয়েছেন ১৭ উইকেট। বাংলাদেশ সিরিজেও ছিলেন দুর্দান্ত। তার মিডলঅর্ডার সঙ্গী ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং ওয়েস্ট ইন্ডিজের শারফেইন রাদারফোর্ড। এবার দলে স্বীকৃত স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে যৌথ সর্বোচ্চ ২৬ উইকেট আছে তার। মাত্র ১০ ম্যাচে তার এমন পারফরম্যান্স জায়গা করে নিয়েছে বর্ষসেরা স্কোয়াডে। পেসার শাহীন শাহ আফ্রিদির সাথে আছেন আরেক স্পিনার আফগান বোলার এএম গাজানফার। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ছিল তার ৬ উইকেট। বছরে ২১ উইকেট পেয়ে উইজডেন লিস্টে জায়গা করে নিয়েছেন গাজানফার। 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ:

সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

image

Leave Your Comments