সাইফ আলী খান ছুরিকাঘাতে আহত

Date: 2025-01-16
news-banner
মনসুর আলী খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের ছেলে অভিনেতা সাইফ আলী খান নিজের বাড়িতে এক বহিরাগত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বতর্মানে তিনি লীলাবতী হাসপাতাল ভর্তি রয়েছেন।

পুলিশ তদন্ত শুরু করেছে এবং বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহের সঙ্গে যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন একজন বহিরাগত দুষ্কৃতকারী সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে। এর পরেই সাইফের সঙ্গে বহিরাগত দুষ্কৃতকারীর ধস্তাধস্তি হয়। সেই সময় বহিরাগত দুষ্কৃতকারী ধারালো ছুরি দিয়ে সাইফকে মারাত্মকভাবে আহত করে।

অভিনেতার টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সংবাদমাধ্যম ও অনুরাগীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

লীলাবতী হাসপাতালের অন্যতম কর্মকর্তা ডাক্তার নীরজ উত্তমানি জানান, রাত ৩টার দিকে সাইফকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ।

সাইফ শিরদাঁড়াতেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে।
image

Leave Your Comments