আফ্রিকা থেকে দূতাবাস গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া

Date: 2023-10-31
news-banner
আফ্রিকার কয়েকটি দেশ থেকে দূতাবাস গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাঙ্গোলা ও উগান্ডা থেকে সম্প্রতি নিজেদের রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়। তারা বলছে, উত্তর কোরিয়ার ওপর আরোপ করা বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি খারাপ হয়েছে। আর এ কারণেই হয়ত দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আফ্রিকান বিভিন্ন মিডিয়া আউলেট জানায়, অ্যাঙ্গোলা ও উগান্ডা থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতরা দেশ দুটির নেতাদের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করেছেন।

দেশ দুটি থেকে দূতাবাস বন্ধের ঘোষণার পর ওই রাষ্ট্রদূতরা বিদায়ী সাক্ষাৎ করেন। জাপানি গণমাধ্যম ইউমিউরি শিম্বুন গত সপ্তাহে জানায়, আর্থিকভাবে ধুঁকতে থাকা উত্তর কোরিয়া হংকংয়েও নিজেদের কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, কঠোর নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক মুদ্রা পাওয়ার উত্তর কোরিয়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য দেশটির পক্ষে কূটনৈতিক মিশনের কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে মনে হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেওয়া উত্তর কোরিয়ার সাবেক একজন কূটনীতিক বলেন, এসব মিশনকে কোনো টাকাপয়সা দেয় না পিয়ংইয়ং। উল্টো অবৈধ বাণিজ্য এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে এসব মিশনই উত্তর কোরিয়ার রেমিটেন্স পাঠায়।
image

Leave Your Comments