মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক

Date: 2025-01-16
news-banner
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের ওসি গিয়াস উদ্দিন। 

তিনি বলেন, একটি মাছ ধরার বোটে করে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। কিছু অসাধু চক্রের মাধ্যমে তারা প্রবেশের চেষ্টা করে। 

শামলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে এসব রোহিঙ্গা সহজে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এখানে আরও নজরদারি বাড়ানো দরকার।
image

Leave Your Comments