প্রধান উপদেষ্টার সংলাপে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা

Date: 2025-01-16
news-banner
সর্বদলীয় বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিকেল ৪টায় প্রদান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সর্বদলীয় এ বৈঠক শুরু হওয়ার কথা।

বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন দলটির কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে, মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের ৪ সদস্যদের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অন্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমানসহ দুইজন, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
image

Leave Your Comments