বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ২৫তম ম্যাচে শুরুতেই বিপাকে পড়ে যায় চিটাগং কিংস। ঘরের মাঠে টপ অর্ডারের চরম হতাশার দিনে কেবল অধিনায়ক মোহাম্মদ মিঠুনই বড় ইনিংস খেলেন। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সিদ্ধান্তে খুশি ছিলেন মিঠুন। জানান, নিজেরা টসে জিতলেও ব্যাটিং বেছে নিতেন। তবে তার ছাপ দেখা যায়নি মাঠে। দলীয় ২১ রানে উসমান খান ও পারভেজ হাসান ইমনের উদ্বোধনী জুটি ভাঙে। স্কোরকার্ডে পরের ১৮ রানের মধ্যে চট্টগ্রাম হারায় আরও ৪ উইকেট। ৩৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় মিঠুনের দল। ৩৪ বলে ব্যক্তিগত ৩৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলে আউট হন অধিনায়ক। এরপর আরাফাত সানির অপরাজিত ২৭ রানের ইনিংসে দলীয় রানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট ১২১। বরিশালের হয়ে সর্বোচ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ। দুইটি উইকেট নেন তানভির ইসলাম।