মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রোববার ২৫১ রানের লক্ষ্যে ক্যারিবিয়ানরা থেমেছে ১২৩ রানে। টেস্টের প্রথম ইনিংসেও তারা দেড়শ পেরোতে পারেনি। আগে ব্যাটিং করা পাকিস্তান ২৩০ রান জমা করে থামলে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে শান মাসুদের দল থামে ১৫৭ রানে। তার জবাবেই লেজেগোবড়ে ক্রেগ ব্রাথওয়েটের দল।
দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ানদের ধসিয়ে দিয়েছেন সাজিদ খান। আরেক স্পিনার নোমান আলী নিয়েছেন ৬ উইকেট। আবরার আহমেদের ঝুলিতে এসেছে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কোনো পেসার ব্যবহার করেনি। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র এক ওভার বল করেছিলেন পেসার খুররাম শেহজাদ।
দুই টেস্টের সিরিজে পাকিস্তান এখন ১-০ ব্যবধানে এগিয়ে।