ইসরাইলের তিন জিম্মিকে মুক্তি দেয় হামাস

Date: 2025-01-20
news-banner
প্রায় ১৫ মাস ধরে যুদ্ধ চলার পর অবশেষে বহুল কাঙ্ক্ষিত সেই যুদ্ধবিরতি কার্যকর করেছে হামাস ও ইসরাইল। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি। ইসরাইলের নানা নাটকীয়তার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইসরাইলের তিন জিম্মিকে মুক্তি দেয় হামাস। এর বিপরীতে রোববার দিবাগত রাত ১টার দিকে ফিলিস্তিনের ৯০ জন নারী ও শিশুকে কারামুক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ইসরাইল। তাদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন আপনজনেরা। পশ্চিম তীরের রামাল্লায় শোনা যায় উল্লাস ধ্বনি। কারাবন্দীরা ফিরে আসার পর সেখানে অপেক্ষমান আত্মীয়, বন্ধু ও পরিবারের লোকজন আবেগ আপ্লুত হয়ে পড়েন। রেড ক্রসের সহায়তায় অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছান বন্দীরা। ইসরাইলি সেনা বাহিনীর সতর্কতা সত্ত্বেও সেখানে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি। বন্দীদের মুক্ত জীবনে স্বাগত জানাতেই রামাল্লায় উপস্থিত হয়েছিলেন ফিলিস্তিনের জনগণ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

   
এতে বলা হয়, মুক্ত হওয়া ফিলিস্তিনিদের সকলেই নারী এবং শিশু। এদের মধ্যে ৬৯ জন নারী এবং ২১ জন কিশোর। এদের বেশ কয়েকজনের বয়স ১২ বছরের কম। যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময় পশ্চিম তীর এবং জেরুজালেম থেকে এসব ফিলিস্তিনিদের আটক করে কারাবন্দী করে ইসরাইল।

প্রসঙ্গত, মোট তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। প্রথম ধাপ হবে ছয় সপ্তাহ ব্যাপী। এ সময়ের মধ্যে ২ হাজার ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৯৮ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। যাদের ৩৩ জন নারী, শিশু এবং পঞ্চাশোর্ধ্ব অসুস্থ পুরুষকে মুক্তি দেয়া হবে।
image

Leave Your Comments