রাজশাহী জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের পর শহরের বিভিন্ন জায়গা থেকে দলটির ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছেন নেতা-কর্মীরা। গতকাল রোববার শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন দলটির নেতারা।
নগরের বিমান চত্বর এলাকার বিভিন্ন স্থাপনা থেকে গতকাল দলীয় পোস্টার-ব্যানার অপসারণের কাজ শুরু করেন নগর জামায়াতের আমির কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। এ ছাড়া নগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ও সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারকেও কর্মীদের নিয়ে ব্যানার-ফেস্টুন অপসারণ করতে দেখা গেছে।