প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

Date: 2025-01-21
news-banner
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম শুরু ২০ জানুয়ারি। এ বদলি কার্যক্রম চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২০ জানুয়ারি ২০২৫ থেকে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্ত: উপজেলা/থানা (একই উপজেলা/থানার ভিতর) অনলাইন বদলির কার্যক্রম শুরু হচ্ছে। এ বদলি কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

ক. ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। 


খ. ২৫ জানুয়ারি প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্নকরণ।

গ. ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরণ।

ঘ. ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ;

ঙ. ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ হবে। 

প্রসঙ্গত, প্রতিবছর ১ জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হলেও এবার তার কিছু দিন পিছিয়ে যায়।
image

Leave Your Comments