অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

Date: 2025-01-22
news-banner
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ মালয়েশিয়ায় বাংলাদেশ জয় পায় ১৭ রানে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ রান হারিয়ে তারা সংগ্রহ করে ১২০ রান। যা তাড়ায় নেমে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটিশ মেয়েরা।  

আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দ্বিতীয় বলেই ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণাকে হারায় তারা। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়াও খুব বেশি রান তুলতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর দ্রুত বিদায় নেন ৬ রান করা সাদিয়া ইসলাম। তিনে নামা জুরাইয়া ফেরদৌস ও পাঁচে নামা আফিয়া আশিমা দলকে টানছিলেন কিছুক্ষণ।  

কিন্তু দশম ওভারে বিদায় নেন জুরাইয়া। ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। খানিক পর উইকেট হারান আশিমাও। ১৯ বলে ২১ রান করেন তিনি। এরপর দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান সুমাইয়া আক্তার। ৩৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।  

রান তাড়ায় নামা স্কটিশ দুই ওপেনার দ্রুতই উইকেট হারায়। তবে তৃতীয় উইকেটে দারুণ জুটিতে প্রতিরোধ গড়েন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। যদিও তারা খেলেন ধীরগতির ইনিংস। পঞ্চদশ ওভারে মুইরকে বিদায় করে এই ব্রেকথ্রু আনেন হাবিবা ইসলাম। ৩২ বলে ২২ রান করে মুইর। এরপর দ্রুত উইকেট হারায় স্কটিশরা। বাকিরা কেউই ছুঁতে পারেনি দুই অঙ্ক। ৪১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন পিপা।  

বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার সোবা চার উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।
image

Leave Your Comments