প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে
পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মো. দেলোয়ার হোসেন।
পুলিশ ধারণা করছে, বইগুলো অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। এসব গোডাউনে প্রথম থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই ছিল।
বইগুলো ট্রাকে করে জব্দ করে নিয়ে আসে পুলিশ। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য আট লাখ টাকা বলেও জানিয়েছে ডিএমপি।