সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত ২৪টি গাড়ির অনলাইন নিলাম শুরু হচ্ছে আজ (রোববার) থেকে। ১২তম জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার পর এই গাড়িগুলোর শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড)। যার ফলে নিলামে গাড়ির ওপর শুল্ক আট গুণ বাড়ানো হয়েছে, যা থেকে ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছে কাস্টম হাউস।
দ্বাদশ জাতীয় সংসদের ৫১ জন সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির জন্য এলসি (লেটার অফ ক্রেডিট) খুলেছিলেন। তাদের মধ্যে ৬ জন গাড়ি এনে শুল্ক ছাড় করান। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা বাতিল করে এনবিআর। এরপর ফরিদপুর-৩ আসনের সাবেক সাংসদ এ কে আজাদ শুল্ক ও কর পরিশোধ করে ১ কোটি ৩ লাখ টাকার একটি গাড়ি ৮ কোটি ৫৪ লাখ টাকায় ছাড় করান। বাকি গাড়িগুলোর বিষয়ে দুই দফা নোটিশ জারির পরও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ পরিস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষ এসব গাড়ির নিলামের সিদ্ধান্ত নেয়। প্রথম ধাপে ২৪টি গাড়ি অনলাইন নিলামে তোলা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ক্রেতারা সরাসরি এসব গাড়ি দেখতে পারবেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সাইদুল ইসলাম জানায়, বন্দর থেকে এমপি সুবিধায় কিছু গাড়ি আমদানি করা হয়েছিল যেগুলোর খালাস হয়নি। এসব সাবেক সংসদ সদস্যদের গাড়ি এবং এগুলোর মধ্যে উচ্চ সিসির গাড়িও রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিলাসবহুল এসব গাড়ির নিলাম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হবে যাতে গাড়িগুলো নষ্ট না হয়।