বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ

Date: 2025-04-07
news-banner
ছোট পর্দার জনপ্রিয় এই দুই তারকা একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন, আর তাদের এই সম্পর্কের গল্প সত্যিই রোমান্টিক। তাদের পরিচয় হওয়ার পর, একসঙ্গে কাজ করার মাধ্যমে তারা প্রেমে পরেন, যা শেষে বিয়েতে গড়ায়—এটা অনেকেই আশা করছিলেন।

জামিল হোসেন তার অভিনয়ের শুরু করেছিলেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ প্রতিযোগিতার মাধ্যমে, আর মুনমুন আহমেদ মুনও মডেল হিসেবে শুরু করে পরে নাটকে জায়গা করে নিয়েছেন। তারা দুজনই বর্তমান সময়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন।

বিয়ে নিয়ে এখন পর্যন্ত তাদের মন্তব্য না পাওয়ার পরও মনিরা মিঠু মাধ্যমে খবরটি নিশ্চিত হওয়া গেছে।
রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিয়ে নিয়ে তাদের মন্তব্য পাওয়া যায়নি। তারা বিয়ে করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।
image

Leave Your Comments