বাংলাদেশ প্রিমিয়ার লীগের চলতি আসরে এমনিতেই স্বস্তিতে নেই সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান আরিফুল হকের দলের। আজ ঢাকা পর্বে ফিরে নির্ধারিত ওভার পর্যন্তও টিকতে পারলো না সিলেট। আগে ব্যাট করে ১৮.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৬। এদিন বল হাতে ফাইফার পূর্ণ করেছেন বরিশালের ফাহিম আশরাফ।
টসে জিতে আগে ব্যাটিং বেছে নেন আরিফুল। দলীয় ১৪ রানের মধ্যেই আউট হন জর্জ মুন্সি (৪) ও জাকির হাসান (৯)। দলের প্রথম ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কের রান করতে পারে কেবল আহসান ভাট্টি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর জাকের আলির ব্যাট থেকে আসে ২৪ রান। ১৯তম ওভারে শেষ উইকেট হিসাবে সুমন খান আউট হলে থামে সিলেটের ইনিংস। বরিশালের হয়ে ফাহিম আশরাফের সর্বোচ্চ ৫ উইকেটের সঙ্গে দু’টি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও জেমস ফুলার।