কারাগার থেকে পালানো ৭০০ আসামিকে এখনো ধরা যায়নি

Date: 2025-01-26
news-banner
গণঅভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো বন্দির মধ্যে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

   
উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ৭০০ এর মতো বন্দি কারাগার থেকে বের হয়ে গেছেন। তাদেরকে এখনো ধরা যায়নি। বাকীদের কারাগারে রাখা হয়েছে।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন থেকে ০৯৬১২০২১৬৯০ এই জরুরি হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন। আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না। তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে। আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে। এটা সত্য। আমরা চেষ্টা করছি যেকোনো উপায়ে হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের স্বল্পতা নেই, তবে আগের মতো কাজের উদ্যোম নেই। তাদের কাজের উদ্যোম বাড়াতে সর্বদা চেষ্টা করছি।’

শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তাদের আবার তাড়াতাড়ি ধরে আইনের আওতায় আনা হবে। যেই ধরা পড়বে তাকেই আইনের আওতায় আনা হবে।
image

Leave Your Comments