৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ

Date: 2025-01-27
news-banner
নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে হ্যাট্রিক করেন স্পিনার নোমান আলি। তার ঘূর্ণিতে ১৬৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে গুড়াকেশ মোতি করেন ৮৭ বলে ৫৫ রান। জোমেল ওয়ারিকান করেন ৪০ বলে ৩৬ রান। পাকিস্তানের পক্ষে নোমান আলি নেন ৬টি উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের তোপে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ৪৯ ও সৌদ শাকিল করেন ৩২ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোমেল ওয়ারিকেন নেন ৪টি উইকেট। 

৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্রেইগ ব্রাফেটের ফিফটিতে ২৪৪ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। ব্রাফেট করেন ৭৪ বলে ৫২ রান। এছাড়া টেভিন ইমলাচ ৩৫ ও আমির জাঙ্গো করেন ৩০ রান। পাকিস্তানের পক্ষে সাজিদ খান ও নোমান আলি নেন ৪টি করে উইকেট। 

২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও জোমেল ওয়ারিকেনের তোপের মুখে পড়েন পাকিস্তানের ব্যাটাররা। তার ঘূর্ণিতে মাত্র ১৩৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে বাবর আজম করেন সর্বোচ্চ ৩১ রান। জোমেল ওয়ারিকেন নেন ৫টি উইকেট।
image

Leave Your Comments