আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার মান্ধানা

Date: 2025-01-27
news-banner
নারীদের ক্যাটাগরিতে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা। গত বছর দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুফল পেলেন তিনি।

স্মৃতি মান্ধানার সঙ্গে আইসিসিরি বর্ষসেরার লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার আনা সাদারল্যান্ড ও শ্রীলংকার চামারি আতাপাত্তু। 

গত বছর এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রান করা ক্রিকেটার ছিলেন মান্ধানা। পুরো বছরে ওয়ানডে ক্রিকেটে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মৃতি। ২০২৪ সালে মান্ধানা ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ১২টি ইনিংসে অংশ নিয়ে ৭৪৩ রান করেন। 

বর্ষসেরার লড়াইয়ে থাকা বাকি ক্রিকেটারদের পরিসংখ্যানও যথেষ্ট ভালো ছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন লরা উলভার্ট। দেশের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন তিনি। ২০২৪ সালে ১২ ইনিংসে তার সংগ্রহ ৬৯৭ রান। 


অস্ট্রেলিয়ার অলরাউন্ডার আনা সাদারল্যান্ড ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর শতরান করেছেন। ৯ ইনিংসে তার সংগ্রহ ৩৬৯ রান এবং বল হাতে শিকার ১৩ উইকেট।

শ্রীলংকার অলরাউন্ডার আতাপাত্তুও ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো ছন্দে ছিলেন। ৯ ইনিংসে ব্যাট হাতে ৪৫৮ রান করেন আর বল হাতে  শিকার করেন ৯ উইকেট।
image

Leave Your Comments