সমাধানের পথ খুঁজতে যে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

Date: 2023-11-01
news-banner

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংলাপের মাধ্যমেই সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। জানানো হয়েছে, সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের সাথে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সহিংসতার প্রতিটি ঘটনা খুব নিবিড়ভাবে দেখা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। 

জানানো হয়েছে, জনগণের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, বিরোধী দল, সুশীল সমাজসহ অন্য অংশীদারদের সাথে সব ধরনের সম্পৃক্ততা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বিরোধী দলের কর্মী হত্যা, আটক ও সংলাপের আহ্বান প্রত্যাখ্যান প্রসঙ্গে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে সংলাপই গুরুত্বপূর্ণ। 

তিনি আরও জানান, বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। সেইসাথে, খেয়াল রাখা হচ্ছে জানুয়ারির নির্বাচনের দিকে।

image

Leave Your Comments