বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলমান আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে এখনো স্থায়ী সমাধান না হওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স এসোসিয়েশন (ডব্লিউসিএ)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে নিজের হতাশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তীব্র সমালোচনা করেন ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট। চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় এর আগে একবার অনুশীলন বয়কট করেছেন। আর বিদেশি খেলোয়াড়রা ম্যাচডেতে মাঠেই আসেননি। নিয়ম ভেঙে এরপরও দলটির খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয় বিসিবি। এছাড়া চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিকও এক খেলোয়াড়কে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি খোলামেলা স্বীকার করেছেন। শুধু পারিশ্রমিক নয়, একাধিক দল খেলোয়াড়দের দৈনিক ভাতাও সময়মতো পরিশোধ করেনি। বিপিএলের শুরুর দিকের এই সমস্যাগুলো এখনো কেনো সমাধান হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোফাট। তিনি বলেন, ‘বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। প্রায় প্রতি আসর থেকেই এমন অভিযোগ শোনা যায়, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা দুঃখজনক যে বিসিবি এ ধরনের সমস্যার উন্নয়ন ঘটাতে ব্যর্থ হচ্ছে। টুর্নামেন্টের সাফল্য অনেকাংশে নির্ভর করে খেলোয়াড়দের ওপর। তাই যেকোনো লীগে চুক্তি অনুযায়ী মৌলিক বিষয়গুলো সুরক্ষিত থাকা উচিত। এতে খেলোয়াড়রা ন্যুনতম মর্যাদা ও নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে পারে।’