মঙ্গলবার (২৮ জানুয়ারি) ২০৫ ইনিংসে এসে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে এই কীর্তি গড়েন স্মিথ।
স্মিথ তার মাইলফলক ছুঁয়েছেন সেঞ্চুরি তুলে। সেঞ্চুরি পেয়েছেন উসমান খাজাও। তাদের জোড়া শতকে রানের পাহাড় গড়ার পথে অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে সংগ্রহ ৮১.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩০ রান।
৯,৯৯৯ রানের মালিক হয়ে ভারতের বিপক্ষে সিরিজ শেষ করেছিলেন স্মিথ। এরপর থেকেই ইতিহাসের পাতা যেন অপেক্ষা করছিল নতুন কিছুর। অবশেষে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেই অপেক্ষা ফুরালো।
গলে স্মিথের সেঞ্চুরিতে দিনের শেষ, তার আগে সকালে ঝড় তুলেছিলেন ট্রাভিস হেড। জয়াসুরিয়ার বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৫৭ রান করেন তিনি। যদিও মার্নাস লাবুশেনে ফেরেন দ্রুত (২০)।
এরপর দিনটা পুরোপুরি নিজেদের করে নেন উসমান খাজা ও স্মিথ। দু’জনে মিলে দিন শেষ হবার আগে গড়েন ৩০৭ বলে ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি। দু’জনেই তুলে নেন শতক।