রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডার কামাল গ্রেপ্তার

Date: 2023-11-01
news-banner
কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার রোহিঙ্গা মাত্তুল কামাল ওরফে নূর কামালকে (৩০) গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ১টি বিদেশী পিস্তলসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১১ টার দিকে এসব তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।
কামাল আরসার সামরিক কমান্ডারের দায়িত্বে ছিলেন উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “ক্যাম্পে আরসা কমান্ডারের অবস্থানের খবর পেয়ে তাদের একটি ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। সে ক্যাম্প-১/ওয়েস্ট এর বাসিন্দা। পরে পুলিশ তাকে নিয়ে ওই এলাকার দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “আরসার এই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে থানায় মাদক, হত্যা ও অপহরণসহ ৬টি মামলা রয়েছে। ক্যাম্পে সে ত্রাস হিসেবে পরিচিত ছিল। মামলা দিয়ে তাকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।”
image

Leave Your Comments