ছয় দফায় ভারত থেকে এল ৬৩০ টন আতপ চাল

Date: 2025-02-01
news-banner
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি হয় পাথর। বেশ কয়েক বছর পর বন্দরটি দিয়ে চাল আমদানির অনুমতি মিলেছে। তারই ধারাবাহিকতায় এই বন্দর দিয়ে ছয় দফায় ৬৩০ টন আতপ চাল আমদানি হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে গত ২৮ জানুয়ারি পর্যন্ত এসব চাল বন্দরটিতে এসে পৌঁছেছে।

বন্দরটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সামসুল আলম এসব চাল আমদানি করেছে। গত ২৬ নভেম্বর থেকে এই চাল আমদানি শুরু হয়। 

 মো. ছাদেক জানান, এখন পর্যন্ত আমদানি হওয়া চাল প্রতি টন ৩৬৬ থেকে ৩৮৫ মার্কিন ডলার দামে আমদানি করা হয়েছে। ২৫ কেজির প্রতি বস্তা চাল দেশে ১ হাজার ৩১০ টাকা থেকে ১ হাজার ৩২০ টাকায় পাইকারিতে বিক্রি করা হচ্ছে। ভারত থেকে আমদানি করা এসব চাল ঢাকাসহ টেকনাফ, খুলনা, চট্টগ্রাম ও সাতক্ষীরার বিভিন্ন মোকামে সরবরাহ করছে আমদানিকারক প্রতিষ্ঠান। 

image

Leave Your Comments