আরও ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল হামাস

Date: 2025-02-01
news-banner
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।  শনিবার (১ ফেব্রুয়ারি) তাদেরকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাসের সদস্যরা। 

আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে ফরাসি-ইসরাইলি নাগরিক ওফের কালদেরন এবং ইসরাইলি নাগরিক ইয়ার্ডেন বিবাসকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রায় এক ঘণ্টা পর গাজার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে একই রেড ক্রস কর্মকর্তাদের কাছে আমেরিকান-ইসরাইলি নাগরিক কিথ সিগেলকে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খান ইউনিস এবং গাজা- উভয় স্থানে শত শত হামাস যোদ্ধাকে লাইনে দাঁড়িয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।  এই দুই স্থানে কালদেরন, বিবাস এবং সিগেলকে পৃথকভাবে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
image

Leave Your Comments