ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদে নারীদের জন্য জুমার নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়েছে। আর এ ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা।
জুমার নামাজ আদায় করতে পেরে ধর্মপ্রাণ নারী মুসল্লিরাও বেশ খুশি। শুক্রবার (৩১ জানুয়ারি) ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদের দ্বিতীয় তলায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নারীদের জন্য জুমার নামাজের সুব্যবস্থা। বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকা থেকে নারীরা এখানে নামাজ পড়তে আসেন।
মসজিদের খতিব নূর মোহাম্মদ জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।
জানা গেছে, সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা ও বসুন্ধরা গ্রুপের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন মসজিদটি সুযোগ-সুবিধা ও আয়তনে দেশের সব চেয়ে বড়। আট বিঘা জমির ওপর ১০ তলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে ৭০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এ মসজিদে থাকছে চলন্ত সিঁড়িসহ নানা সুযোগ-সুবিধা। মসজিদের প্রতি তলায় ৫০ হাজার বর্গফুট জায়গা রয়েছে। প্রতি তলায় নামাজের কাতার হবে ৪৫টি। প্রতি কাতারে ২০০ জন মুসল্লি দাঁড়াতে পারবেন।