মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা ও রংপুর। আর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। খুলনা টাইগার্স এবারের আসর শুরু করে টানা ২ জয়ে। এরপর ৮ ম্যাচে তাদের জয় ছিল ২টি। শেষ চারে উঠতে শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের।
রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে সেই কঠিন সমীকরণ মেলায় মেহেদী হাসান মিরাজের দল। আজ তাদের প্রতিপক্ষ রংপুর। সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়া খুলনা আজ মানসিকভাবে হলেও এগিয়ে থাকবে। ওপেনিংয়ে অধিনায়ক মিরাজ আছেন দুর্দান্ত ফর্মে। ওপেনিংয়ে তার সঙ্গী নাঈম শেখ তো ৪৪৪ রান নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া শেষে মাহিদুল ইসলাম অঙ্কন প্রায় প্রতি ম্যাচেই খেলছেন কার্যকর ক্যামিও। বোলিংয়ে হাসান মাহমুদ, আবু হায়দার রনিরা আছেন দারুণ ছন্দে। শীর্ষ দুইয়ে থেকে লীগ পর্ব শেষ করতে না পারায় আক্ষেপ আছে রংপুর রাইডার্সের স্পিনার শেখ মেহেদীর।