চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদরা জীবন দেয়নি : জামায়াত আমীর

Date: 2025-02-03
news-banner
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা দেশের মতো ফেনীতেও চাঁদাবাজি হচ্ছে, দখল হচ্ছে। যারা এ সমস্ত কাজ করছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ - দয়া করে আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করি। শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাই। এসব করলে শহীদদের অপমান করা হবে। চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদরা জীবন দেয়নি। 

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজী উপজেলা শহরের পথসভায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দেন।

এ সময় জামায়াতে ইসলামীর আমির বলেন, সবাই ভালোর পথে আসুন, ভালোর জন্য ঐক্যবদ্ধ হন, ভালোর পথ আল্লাহর পথ। আল্লাহর কুরআন ছাড়া কেউ ভালো কিছু দিতে পারেনি। পারবেও না। কুরআনের বিধানই হবে আগামীর বাংলাদেশ। তাহলে সমাজের কেউ মালিক বা প্রভু হওয়ার চিন্তা করবে না। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। 
এর আগে জামায়াত আমির শফিকুর রহমান ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ শ্রাবণের কবর জিয়ারত এবং ফেনী শহরের সুলতানপুর এলাকায় হিন্দু পরিবারকে নবনির্মিত নতুন ঘর উপহার দেন।
image

Leave Your Comments