বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব ছাড়লেন হাশান তিলকরত্নে। ২০২২ সালের অক্টোবরে নিয়োগ পান সাবেক এ শ্রীলঙ্কান ক্রিকেটার। সিলেটে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কা নারী দলের কোচ হয়ে আসেন তিলকরত্নে। যদিও গত বছরের অক্টোবরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপরও স্বেচ্ছায় দলের সঙ্গে কার্যক্রম চালিয়ে যান ৫৭ বছর বয়সী এ কোচ। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল তার নির্দেশনায় দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল মেয়েদের কোচ হিসেবে তিলকরত্নের শেষ অ্যাসাইনমেন্ট।