ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন

Date: 2025-02-06
news-banner
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 
এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতরে থাকা কিছু আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ভবনটির ওপরের অংশে আগুন ধরিয়ে দেয়া হয়।

এছাড়া, ওবায়দুল কাদেরের বাড়ির পাশে অবস্থিত তার ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে, তাদের এই পরিণতি হবে। বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

এ বাড়িটি ওবায়দুল কাদেরের জন্মস্থান ও তার ছোট ভাই বসুরহাট পৌরসভার  আলোচিত সাবেক মেয়র মির্জা কাদেরেরও বাসভবন।
image

Leave Your Comments