কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সেফ ডিপোজিট লকার খুলতে প্রতিষ্ঠানটিতে গিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। আদালতের অনুমতির প্রেক্ষিতে আজ রোববার সংস্থাটির অনুসন্ধানী দল এ কার্যক্রম পরিচালনা করবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শিতাংশ কুমার সুর চৌধুরীর লকার খোলার পর এবার আদালতে নির্দেশনা অনুযায়ী আরো বেশ কয়েকজন কর্মকর্তার লকার খোলার অনুমতি পেয়েছে দুদক। এই প্রেক্ষিতে দুদকের অনুসন্ধান দলের হাতে থাকা তথ্য অনুযায়ী অন্ততপক্ষে ২৫ জনেরও বেশি সংখ্যক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লকারে অভিযান পরিচালনা করা হবে।