শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

Date: 2025-02-09
news-banner
তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। এবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে তারা। চতুর্থ দিনের শুরুতে ৭৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
গলে প্রথম ইনিংসে আগে ব্যাট করে মাত্র ২৫৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে বলার মতো রান করেন দীনেশ চান্দিমাল ৭৪ ও কুশল মেন্ডিস ৮৫*। 
জবাবে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩৫০ রান তুলে ফেলে বড় লিডের স্বপ্ন দেখতে থাকে। তবে প্রাবাথ জায়াসুরিয়ার চমৎকার বোলিংয়ে তৃতীয় দিনের শুরুতে ব্যাটিং ধসে পড়ে তারা। শেষ পর্যন্ত ৪১৪ রানে শেষ হয় অজিদের ইনিংস।
স্টিভেন স্মিথ ১৩১ ও এলেক্স ক্যারি খেলেন ১৫৬ রানের ইনিংস। প্রাবাথ জায়াসুরিয়া ৫ ও নিশান পেরিস নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়া লিড পায় ১৫৭ রানের। সেই লিড ভাঙতে গিয়েই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করে ৮ উইকেটে ২১১ রান নিয়ে। লিড ছিল তখন মাত্র ৫৪ রানের। আজ রোববার চতুর্থ দিনে সেই রানের সাথে আর মাত্র ২০ রান যোগ করে তারা। কুনেমান ও লায়নের স্পিনে গুটিয়ে যায় ২৩১ রানে।

আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস থামেন ৫০ পূর্ণ করেই। বল হাতে কুনেমান ও নাথান লায়ন নেন সমান চারটি করে উইকেট। ২ উইকেট নেন ওয়েবস্টার।

৭৫ রানের সহজ লক্ষ্য ১৭.৪ ওভারেই পেরিয়ে যায় অজিরা। ট্রাভিস হেড ২৩ বলে ২০ রানে ফিরলেও উসমান খাজা ৪৪ বলে ২৭ ও লাবুশানে করেন ৩৯ বলে ২৬ রান।
image

Leave Your Comments