চট্টগ্রামে বসতঘরে আগুন, ২ জনের মৃত্যু

Date: 2025-02-10
news-banner
চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড়ে একটি টিনশেড বসতঘরে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দ্বগ্ধ হয়েছেন আরও তিন জন। 
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, ‘সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুরো এবং চারটি ঘরের আংশিক পুড়েছে।

শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
image

Leave Your Comments