নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলে তিনি একমাত্র ব্যাটার হিসেবে অভিষেকে দেড়শো রান করার অনন্য কীর্তি গড়েছেন। চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার তালিকায় নাম লিখিয়েছেন।
১২৮ বলে সেঞ্চুরি করার পর মাত্র ২০ বলে পরবর্তী ৫০ রান যোগ করেন, যা তার বিস্ফোরক ব্যাটিং সামর্থ্যের প্রমাণ। তার ১৫০ রান আসে ১৩৮ বলে, যেখানে ৫টি ছক্কা ও ১৪টি চারের মার ছিল।
টসে জিতে আগে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে শুরুটা ধীরগতির হলেও পরে ঠিকই ব্যাট হাসে ব্রিটস্কের। শেষ পর্যন্ত আউট হন ১৫০ রান করে। ততক্ষণে এই ডানহাতি ব্যাটার ভেঙে দেন প্রায় অর্ধশত বছর আগের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকা ৩০৪/৬ রান সংগ্রহ করে, যেখানে ব্রিটস্কে ও উইয়ান মুল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়েন। মুল্ডার শেষ দিকে ৫৪ রান করেন এবং দক্ষিণ আফ্রিকাকে ৩০০ পেরিয়ে যেতে সাহায্য করেন।