আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন কাফি। তিনি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অভিযোগ করেন ও সমাবেশের ডাক দেন তিনি।
ফেসবুকে কাফি লেখেন, ‘মধ্য রাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আরেক স্টাটাসে সাংবাদিকদের আহ্বান জানিয়ে কাফি লেখেন, আজ সকাল ১১টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা, পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমিই নিজেই বিকল্প হবো- আমিই বিপ্লবী সরকার হবো।
কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সঙ্কটময় পরিস্থিতিসহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদও করা হয়ে থাকে।
এছাড়া বইও লিখেছেন তিনি। যা এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা এই কনটেন্ট ক্রিয়েটর। তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি।