আগামীকাল রাতে চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আনুষ্ঠানিক ফটোসেশন ও সফরপূর্ব সংবাদ সম্মেলনে, শান্তর কাছে তাদের লক্ষ্যের ব্যাপারে জানতে চাওয়া হলে সোজাসাপ্টা জবাব, ‘আমরা চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে যাচ্ছি।’
আগামী ২০শে ফেব্রুয়ারি দুবাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি যাত্রা। চোটের কারণে ভারতীয় দল থেকে ইতিমধ্যে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। পরের ম্যাচে ২৪শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। তিনদিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।