বিপিএলে টিকিট থেকে আয়ের রেকর্ড বিসিবির

Date: 2025-02-17
news-banner
বিপিএলের একাদশ আসরে টিকিট বাবদ কত টাকা ঢুকেছে বিসিবির পকেটে, সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইফতেখার আহমেদ বলেন, ‘আগের বিপিএলগুলোর সঙ্গে তুলনা করলে, এবার দর্শক বেশি হয়েছে। বিপিএল এবার টিকিট থেকে আয় করেছে ১২ কোটি টাকার মতো, যেটা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তিনটি ভেন্যুতেই দর্শক ভরপুর ছিল। মাঠে রানও হয়েছে। কয়েকটি ঘটনা ছাড়া এবারের বিপিএল অন্যবারের চেয়ে এগিয়ে ছিল।’

জানা গেছে, টুর্নামেন্টের শুরুতে টিকিট নিয়ে অব্যবস্থাপনা থাকলেও বিসিবি সেটি সামলে নেয়। অনলাইন ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রিতে দর্শকরা সাড়া দিয়েছেন। অনলাইনে টিকিট বিক্রির ফলে বেড়েছে আয়ের স্বচ্ছতা। সদ্য সমাপ্ত বিপিএলের প্রায় ৬০ শতাংশ টিকিট ডিজিটাল মাধ্যমে বিক্রি হয়েছে।
image

Leave Your Comments