নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল

Date: 2025-02-17
news-banner
নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র-নাগরিকের নতুন দল। রোববার রাতে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির শীর্ষ চার পদের অন্য দুটিতে মুখ্য সংগঠক পদে সারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্বে হাসনাত আব্দুল্লাহ আসতে পারেন। 
আগামী ২৪শে ফেব্রুয়ারি নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন সরকারের তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের এক নম্বর সমন্বয়ক ছিলেন। আহ্বায়ক পদে সবার মতৈক্য থাকলেও সদস্য সচিব পদের দাবিত বিভাজন দেখা যায় জাতীয় নাগরিক কমিটিতে।
image

Leave Your Comments