শনিবার রাতে দ্বিতীয় দফায় ১১৬ জন ভারতীয় ফেরত আসার ২৪ ঘন্টার ব্যবধানে রোববার আরও ১১২ জন অবৈধ ভারতীয় আভিবাসী নিয়ে তৃতীয় মার্কিন বিমান এসে পৌঁছেছে ভারতে। রোববার রাত ১০টা নাগাদ অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে নেমেছে মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এবারের ১১২ জন অবৈধ অধিবাসীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার ৪৪ জন, গুজরাতের ৩৩ জন এবং পঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়। এ ছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের একজন বাসিন্দা রয়েছেন।