সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফার্গুসন। ডেজার্ট ভাইপার্সের হয়ে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি এই ডানহাতি পেসার। এরপর খেলেননি পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। কিন্তু করাচিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক ম্যাচ খেলেন এই ৩৩ বছর বয়সী। তবে মাত্র ৩ ওভার বল করেই হাল ছাড়েন তিনি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকেই গেলেন। এতে করে কিউইদের শিরোপা জয়ের স্বপ্ন বড় ধাক্কাই খেল। বেন সিয়ার্সের পর ফার্গুসনকেও হারিয়ে হতাশ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।
ফার্গুসনের বদলে দলে জায়গা করে নেন আরেক ফাস্ট বোলার জেমিসন। কিউইদের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন ডানহাতি এই পেসার। সবশেষ ওয়ানডে খেলেন ২০২৩ -এর নভেম্বরে, ওয়াংখেরেতে ভারতের বিপক্ষে।